শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামের শিবপদ বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস (৩৫) সে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের কৃত্রিম প্রজনন (এআই) কার্ড ব্যবহার করে অবৈধ ব্রাহমা ১০০/:জাতের সীমেন গাভীর প্রয়োগ করা নিষিদ্ধ
থাকলেও ৭/৮/২০২৪ তারিখে খর্নিয়া ইউনিয়নের বাহাদুর পুর গ্রামের গফ্ফার গাজীর গরুর প্রয়োগ করে। ভূক্তভোগী গফ্ফার গাজী মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয় আসলেএ আই কর্মি উত্তম বিশ্বাস ০১৭৬৬৩৩৯৫৬৮ মুঠো ফোনে যোগাযোগ করে তাকে অফিসে এসে তার নিকট জিঙ্গাসা করলে সে সিকার করে অবৈধ ব্রাইমা বেশি দামে বিক্রি করে।
খামারীরের কে খতি পূরণ করে মুসলেকা দিয়ে খমা চেয়ে প্রথম বারের মত খমা করে দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। এ ব্যাপারে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্টের নিষিদ্ধ ব্রাহমা সিমেন ব্যাবহার সম্পর্কে খুলনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র লিখিত ভাবে জানিয়েছেন।।