শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্যানিটেশন মাস অক্টোবর ২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সোমবার ২৮অক্টোবর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়ের আলী মিলনায়তনে হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন,স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল,
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল,ব্র্যাকের ডুমুরিয়া উপজেলা ম্যানেজার আব্দুল আলীম, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক মোঃ জাহিদ হোসেন, কার্য সহকারী পলাশ রায়, আনন্দ কুমার, শরবত আলী,ও দীপঙ্কর রায় সহ সাংবাদিক সধিজন , শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্হিত ছিলেন।।
বক্তব্য বক্তরা বলেন কর্মজীবনে প্রতিটি কাজে হাত ব্যবহৃত হয়। কর্মশেষে হাত পরিষ্কার এবং ধৌত করা অপরিহার্য। হাত অপরিষ্কার থাকা অবস্থায় খাদ্য দ্রব্য সেবন করলে জীবাণু ডুকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য এর আগে হাত ধোয়া অব্যাসে পরিণত করতে হবে। ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া বিষয়ে বাস্তবতা প্রশিক্ষণ শেষে একটি র্যালি প্রদক্ষিণ ও ছাত্র ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়।
শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১