ধামরাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হলো,বিসর্জনস্হলে ভক্তবৃন্দের ঢল
সনাতন ধর্মাবলাম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটছে রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে ঢাকার ধামরাইয়ে ঐতিহাসিক মাধববাড়ি ঘাটে প্রতিমা বিসর্জনে ভক্তদের ব্যাপক উৎসাহ উদ্দীপণার ভক্তবৃন্দের ঢল নামে।
গত বুধবার (৯ অক্টেবার) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গার আগমন করেছে দোলায়। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। যা শুভ ইঙ্গিত নয়। এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্রমতে, দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। এটি যুদ্ধ, বিগ্রহ, আশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর রোববার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করে।
শনিবার মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধণা শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন মা দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে। ধামরাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে, যা পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে মাদববাড়ী ঘাটে গিয়ে শেষ করে। বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
বছরান্তে দেবী দুর্গার আগমনে পাঁচ দিন দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠা ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।
প্রতিমা বিসর্জনস্হল ধামরাই পৌরসভার ঐতিহাসিক মাধববাড়ি ঘাটে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)শ্রী প্রশান্ত বৈদ্য, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি,ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির ঢাকা জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক, ধামরাই থানার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হাসান অভি,ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শ্রী রতন পাল, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর বরন সরকার সহ পূজা উদযাপন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।