মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ চাঁন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা,পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
সোমবার বিকেলে সেনবাগ উপজেলা চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে সমাবেশ করে।
আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন,সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন,সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী,ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন,আওয়ামী লীগ নেতা শাহাদাত আলী মঞ্জু,জিএস মোশাররফ হোসেন,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগান,যুবলীগ নেতা আশরাফুল আলম রানা,ছাত্রলীগ নেতা আবু শোয়েব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী,আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটু,অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উল্যা মেম্বার,কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ,বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব মামুন,নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন ভূঁইয়া সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীকে হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁন কে বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন তার বক্তব্যে বলেন আর নয় ২৭ দফা,আর নয় ১০ দফা,এবার ১ দফা,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো,তাকে পদত্যাগে বাধ্য করতে যা যা করার দরকার তা আমরা করবো। এ বক্তব্যকে প্রধানমন্ত্রী কে হত্যার হুমকি দাবি করে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।