১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে রবিবার (২২সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনের পুর্বে মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সম্মুখ হতে একটি মিছিল বের হয়, মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ আজিজ এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, গোবিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে মাসুদ, কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকী আক্তার, সহকারী শিক্ষক আবু সাইম, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে।
তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। কঠোর পরিশ্রম করেও শিক্ষকেরা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা।
মানববন্ধন শেষে শিক্ষকগণ তাদের দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারক লিপি মধুপুর উপজেলা নির্বাহী বরাবর জমা দেন।