সোনাতলায় আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে টিএম মেমোরিয়াল পরিচালকের মতবিনিময়
বগুড়ার সোনাতলায় বিভিন্ন দাবি দাওয়া ও তা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থী সহ তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় করলেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ জিল্লুর রহমান।
এ সময়ে উত্তেজিত ছাত্ররা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। উল্লেখযোগ্য বক্তব্য রাখেন,৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাঈম হোসেন,১০ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ হোসেন সহ অন্যান্য ছাত্ররা বলেন, শিক্ষক রাজ্জাক সহ কতিপয় শিক্ষক জোর পূর্বক প্রাইভেট পড়তে বাধ্য সহ বিভিন্ন ধরনের নির্যাতন করতো এবং বাংলা,ইংরেজি সহ ধর্মীয় শিক্ষা সহ ২৫টি দাবি এ সময়ে তুলে ধরা হয়।
তবে ওই প্রতিষ্ঠানের পরিচালক অবশ্য শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। ফলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠান পরিচালক ডঃ জিল্লুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী ভিত্তিক ২জন করে ক্যাপ্টেন বা দলনেতা মনোনিত করবে তোমরা।
আগামীতে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার আশ্বাস দেওয়া সহ তিনি আরো বলেন তোমাদের বাবা মা সুশিক্ষায় শিক্ষিত হতে এ প্রতিষ্ঠানে পাঠিয়েছে। তোমারাও এক দিন এ প্রতিষ্ঠান থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দেশের স্বনামধন্য বিদ্যাপিঠে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মার স্বপ্ন পূরন করবে। তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, অভিভাবক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, আইয়ুব হোসেন,সাংবাদিক জাহিনুর ইসলাম,তাসভি রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ নজমুল হক,সাংবাদিক বিকাশ স্বর্ণকার,তৌহিদ আহমেদ,শহিদুল ইসলাম শাহিন, ফয়সাল আহমেদ,আমিরুল ইসলাম,মিনহাজুল বারী সহ তিন/চার শতাধিক ছাত্রী/ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ