• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০, থানায় মামলা না নেওয়ার অভিযোগ জগন্নাথপুর বাজারে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ, ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন স্বামি দাবি করে বাঁশখালীতে তরুণীর অনশন নিয়ে ধুম্রজাল আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত সেনবাগে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ডুমুরিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) প্রকল্পের ২০২৩-২৪ অর্থবছরের আওতায়। Secondary Level Safetynet Stakeholder Identification শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন।

খুলনা উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, হাসনা হেনা,

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস,ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বক্তব্য দেন খুলনা প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী,ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী রায়, ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন, ডুমুরিয়া উপজেলা উত্তরণ প্রতিনিধি মোকলেছুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের  অফিস সহকারী চিত্ত কুমার হালদার, ডিলার ‌ইলিয়াস, মোঃ ফরিদ সরদার, আব্দুল বারী খান, মোঃ হায়দার আলী, প্রমুখ।

মাছ চাষ, গরু ছাগল পালন, কৃষি কাজ সহ সোনালী ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে সাবলম্বী হতে পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য প্রকল্প এলাকা: ৬৪ জেলার ৬৪টি উপজেলা।প্রকল্পের উদ্দেশ্যঃ দীর্ঘ মেয়াদী উদ্দেশ্য-টেকসই উন্নয়নের মাধ্যমে অতি-গরীব মহিলা এবং তাদের পরিবারকে সীমাহীন দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসার জন্য সহায়তা প্রদান করা।

স্বল্প মেয়াদী উদ্দেশ্যঃ খাদ্য নিরাপত্তা অর্জনে ২০২৩-২০২৪ ভিজিডি চক্রে ১০০,০০০ অতি-গরীব মহিলা এবং তাদের পরিবারকে টেকসই জীবনযাপনের সহায়তা প্রদান করা ১০০,০০০ অতি-গরীব মহিলা এবং তাদের পরিবারকে অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সম্পদ তৈরীর সুযোগ সৃষ্টি করা ১০০,০০০ অতি-গরীব মহিলা এবং তাদের পরিবারকে পুষ্টিকর খাবার গ্রহনের অভ্যাস তৈরী করা; জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি ব্যবস্থাপনায় দক্ষতা ও কার্যকারিতা উন্নয়ন করে অতি-গরীব মহিলা এবং তাদের পরিবারের জন্য কার্যকরি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রুপান্তর করা; কার্যক্রম: পুষ্টিগুন সমৃদ্ধ চাল প্রদান, নিবিড় উদ্যোক্তা প্রশিক্ষণ, আয় বর্ধনমূলক কাজের সমন্বিত প্রশিক্ষণ, বাস্তবমুখী ব্যবসা পরিকল্পনা, নগদ অনুদান, সক্রিয় দলের মাধমে শিখন প্রদান, সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা ।

 

শেখ মাহতাব হোসেন।

ডুমুরিয়া খুলনা।

মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ