ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির পক্ষ থেকে দেশেন বন্যা দুর্গত মানুষের জন্য লক্ষাধিক টাকা অনুদান প্রদান
দেশের ভয়াবহ বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের সহায়তায় ধামরাইয়ের সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ১লাখ ১ হাজার ৭০০ শত টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর-২০২৪) ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুনের নিকট উক্ত টাকা হস্তান্তর করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্পী সুকান্ত বণিক।
এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীযশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার,কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল।
এছাড়াও ইউএনও দপ্তরে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাঃ আঃ করিম সহ বিভিন্ন পেশার লোকজন।
উল্লেখ্য-পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত সভায়ৃ শ্রীশ্রী যশোমাধব মন্দিররকমিটির সদস্যগন ও এতদ্ অঞ্চলের সর্বস্তরের সনাতনী মন্দির কমিটির কর্মকর্তাগন ও ভক্তবৃন্দের উপস্থিতিতে দেশের ভয়াবহ বন্যার কারণে বন্যা দুর্গত মানুষের সহায়তায় জন্য জন্মাষ্টমী উৎসব ছোট পরিসরে করার সিদ্ধান্ত গ্রহন করে উদ্ধৃত টাকা বন্যা দুর্গত মানুষের জন্য সহায়তায় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।ৃ
সে সিদ্ধান্ত মোতাবেক জন্মাষ্টমী উৎসব ছোট পরিসরে করে উদ্ধৃত টাকা বন্যা দুর্গত মানুষের জন্য ইউএনও মহোদয়ের নিকট প্রদান করা হয়।