• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় অবৈধভাবে ব্রাহমার সীমেন গরুর প্রয়োগ করে উত্তম কুমার বিশ্বাস খমা চাইলেন নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার সেনবাগে পৌর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক: যুবদল আহ্বায়কসহ গ্রেপ্তার-৫ আব্দুল কাইউম জমাদ্দার কে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৪ জন স্বপ্নের বাজার ও ২ জন লাখপতি নির্বাচিত ডুমুরিয়ায় ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা আওয়ামীলীগ সরকারের রোষানলের কারনে প্রতিষ্ঠার ২৪ বছরেও এমপিওভূক্ত হয়নি আমতলীর টিয়াখালী কলেজ, হতাশ শিক্ষক ও কর্মচারীরা

জগন্নাথপুরের রসুলপুর মাদ্রাসার আমৃত্যু সভাপতি আনোয়ার মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াজ রহমান, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়ার ঈসালে সাওয়াব উপলক্ষে রসুলপুর গ্রাম বাসী, মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীদের যৌথ আয়োজন শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কেন্দ্রের নাজিম, সমাজকর্মী, রাজনীতিবিদ আবুল হাশিম ডালিম এর পরিচালনায় মাদ্রাসা মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সভাপতি হজরত মাওলানা আলহাজ্ব ছমির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব শাহিদুল ইসলাম বকুল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সালিসি ব্যক্তিত্ব হারুনুর রশিদ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা তাজুল ইসলাম, বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়ার পুত্র প্রবাসী মোঃ শাহ আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদ্য বিদায়ী অভিভাবক সদস্য সাজন মিয়া, বেগম আনোয়ারা ও সোনা মিয়ার ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য জামাল মিয়া, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল গফুর, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদ্য বিদায়ী দাতা সদস্য তোতা মিয়া, ছবির খান, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা আব্দুল মান্নান জিহাদী, সহকারী শিক্ষক আ, ব, ম আমিনুল হক রুহানী, সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক রাশেদ হোসেন, মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্র শাহিবুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য ছাব্বির আহমেদ৷ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ শুভরাজ রহমান, ৯ম শ্রেণির ছাত্র আলী জাফর, নাথে রাসুল(সাঃ) পেশ করেন ৭ম শ্রেণির ছাত্রী মোছাঃ সিদ্দিকা সুলতানা নূহা, ছাহেব কিবলাহ শানে মুরছিয়া পেশ করে মাদ্রাসার সাবেক ছাত্রী মোছাঃ সাদিয়া আক্তার, মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়ার শানে গজল পেশ করে ৯ম শ্রেণির ছাত্রী মোছাঃ মরিয়ম সুলতানা নূরী৷ সভায় উপস্থিত ছিলেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা শ্রেণির সদস্য লন্ডন প্রবাসী হাজী ময়মন খান, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদ্য বিদায়ী সদস্য হাজী ফজলু মিয়া, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদ্য বিদায়ী শিক্ষানুরাগী সদস্য মোঃ মনু মিয়া, মস্তফা খান, চিলাউড়া বাজার তদারক কমিটির সভাপতি আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ খান, গুলজার মিয়া, পরতাব আলী, সফু মিয়া, আকল মিয়া, আক্কাছ মিয়া, আব্দুল মন্নান, শামসুজ্জামান রইছ, দেলোয়ার হোসেন লিলু, ওয়াকিব মিয়া , রসুলপুর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আ,ব,ম সামসুল হুদা, রসুলপুর মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা নূর উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম, সহকারি শিক্ষক শুয়াইবুর রহমান সুয়েব, সহকারি শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সহকারি শিক্ষক মাসুদ রানা, সহকারি শিক্ষক মাওলানা এনায়েত আলী, সহকারি শিক্ষক মাওলানা শফিকুল হক, সহকারি শিক্ষক আব্দুল মান্নান, অফিস সহকারি মাওলানা হাবিবুর রহমান, উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম, রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আলাই মিয়া, চিলাউড়া, রসুলপুর, উত্তর রসুলপুর গ্রামের মুরিব্বিয়ান, যুবক সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ৷ বক্তৃতারা বলেন বিগত ২০০৩ ইংরেজি থেকে ২০২৪ ইংরেজি পর্যন্ত একাধারে মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়া রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ মাদ্রাসাটি এমপিও ভুক্ত করতে আনোয়ার মিয়া যথেষ্ট ভুমিকা রেখেছেন৷ মাদ্রাসা পরিচালনায় আন্তরিকতার সাথে কাজ করে গেছেন৷ আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷ তিনি একজন সালিসি ব্যক্তিত্ব ছিলেন৷ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার থাকাকালিন এবং মৃত্যুর আগ পর্যন্ত এলাকার উন্নয়ন মুলক কাজে নিয়োজিত ছিলেন৷

আমরা মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি৷ শোক সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ মিলাদ ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আলহাজ্ব ছমির উদ্দিন৷ দোয়াতে মরহুম আলহাজ্ব আনোয়ার মিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে৷ মহান আল্লাহ তায়ালা থাকে জান্নাতুল ফেরদাউস দান করেন৷ রসুলপুর গ্রামবাসির সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এলাকার সকল জনসাধারণ, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ