ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদ চত্তরের স্মৃতিফলক উদ্বোধন
ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে ধামরাই ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন মেধাবী ছাত্র আফিকুল ইসলাম সাদ। বীর শহীদ আফিকুল ইসলাম সাদ এর স্মৃতি চিন্হ ধরে রাখতে উক্ত স্হানকে সাদ চত্ত্বর নামকরন করে স্মৃতি ফলক নির্মান করে সাদ চত্ত্বর উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ধামরাই পৌর শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তার স্মৃতিফলক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য-এরআগে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ তার নিজ অর্থায়নে বীর শহীদ সাদ এর স্মৃতি চিন্হ ধরে রাখতে স্মৃতিফলক নির্মাণের ঘোষণা দেন এবং দ্রুত বাস্তবায়ন করেন।
স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠান ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদলের সংগ্রামী নেতা খুররম চৌধুরী টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ আল ইসলাম (অভি)।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক,সাবেক যুগ্ন সা:সম্পাদক সৈয়দ নাঈম,ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শিশির ফেরদৌস, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন সুমন,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন,যুগ্ন সম্পাদক রনি,উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ন সম্পাদক সোলাইমান কবির,সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মেহেদী ভূইয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ফয়সাল মাহমুদ, পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক অরণ্য হাসান,সহ ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ।