বগুড়া প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া সোনাতলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্ভোধন করা হয়েছে।
৩দিন ব্যপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বগুড়া-১ সাহাদারা মান্নান। এসময়ে ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক জনগোষ্ঠীর মাঝে আউশ ধানের বীজ ৫কেজি সাথে রাসায়নিক সারও বিতরণ করেন প্রধান অতিথি।গতকাল ২৫শে মে শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্ভোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ঘোষনা এক ইঞ্চি জমি যেন অনাবাদি পড়ে না থাকে। সে ঘোষনাকে লক্ষ্য করে কৃষক ও কৃষি বিজ্ঞানীরা মিলে কাজ করে যাচ্ছেন।
এসময় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার তাহেরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ওয়াসিয়া আক্তার রুনা, ভাইস-চেয়ারম্যান ফিদা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আঃ মালেক, সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজামান লিটন,পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু প্রমুখ।এমেলায় ১৬টি ষ্টল অংশগ্রহণ করেন।