মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
মঙ্গলবার (১৬ মে) সকালে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে নোয়াখালীর চাটখিল উপজেলার মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে বসে ঘুমোচ্ছিলেন হল পর্যবেক্ষক।
হলের দায়িত্বে থাকা অন্য পর্যবেক্ষকও অমনোযোগী হয়ে বসে ছিলেন। সে সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষার্থীরা একে অন্যের দেখাদেখি করে পরীক্ষার খাতায় লিখছিলেন। এমন সময় ওই কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিষয়টি তার নজরে আসলে তাৎক্ষণিক চলমান এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত হল পর্যবেক্ষকরা হলেন উপজেলার খোয়াজেরভিটি ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. মুজাম্মিল।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। আমরা পরীক্ষাকেন্দ্রগুলো নিয়মিত তদারকি করছি। বাকি পরীক্ষাগুলোতেও আমাদের তদারকি অব্যাহত থাকবে।