রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত মূল ফটক উদ্বোধন ও একই দিনে একই সাথে উপজেলা পরিষদের চত্বরে বানানো নান্দনিকতার উজ্জল প্রদীপ এক অনন্য ফলক “ভালোবাসার ধামরাই” উন্মোচন করা হয়েছে।
সোমবার (৮ই মে-২০২৩) সকাল এগারটার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত মূল ফটক উদ্বোধন করেন। একই দিনে একই সাথে উপজেলা চত্বরে বানানো নান্দনিকতার উজ্জল প্রদীপ এক অনন্য ফলক “ভালোবাসার ধামরাই” উন্মোচন করেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু,উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।