• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত শুভ সকাল অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নোয়াখালীতে এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু মধুপুরে উপজেলা ভিত্তিক ভুমি বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কেরানিহাট ‘দি গ্রিন ভিশনে’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

যারা মনে করে মোগল বাদশা আকবর বঙ্গাব্দ চালু করেছে, তাদের মতে-

আকবর দিল্লির সিংহাসনে বসার পরই বঙ্গাব্দ চালু হয়। এই মতে আকবর সিংহাসনে বসেন ইংরেজি ১৫৫৬ সালে। বর্তমানে চলছে ইংরেজি ২০২৩ সাল। যদি ধরে নিই আকবর ১৫৫৬ সালেই বঙ্গাব্দ চালু করেন, তাহলে ইংরেজি ১৫৫৭ সাল হওয়া উচিত বঙ্গাব্দ-১।
সেক্ষেত্রে ইংরেজি ২০২৩ সালে হওয়া উচিত ৪৬৭ বঙ্গাব্দ। অথচ আমরা সকলেই জানি ২০২৩ সালে পালিত হচ্ছে ১৪৩০ বঙ্গাব্দ।

তাহলে আকবর বঙ্গাব্দের প্রতিষ্ঠা করলে, প্রায় হাজার বছরের পার্থক্য আসছে কিভাবে?

তাদের অনেকে আবার বললেন-মোগল বাদশা আকবর নাকি বঙ্গাব্দ প্রচলন করেন ইসলাম ধর্মের আরব্য নবী হজরত মহম্মদের হিজরত-এর বছর অনুসারে। হজরত মহম্মদ মক্কা থেকে মদিনার দিকে যাত্রা বা হিজরত করেন ইংরেজি ৬২২ খ্রিস্টাব্দে।

তাহলে ৬২২ খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ গণনা শুরু হলে ৬২৪ খ্রিস্টাব্দে বঙ্গাব্দ-১ ধরে আকবর বছর গণনা চালু করেন। তাহলে আমরা যদি হিসেব করি, তাহলে এই বছর ২০২৩ সালে হওয়া উচিত ১৪০১ বঙ্গাব্দ। অথচ এটা ১৪৩০ বঙ্গাব্দ।
তাহলে প্রায় উনতিরিশ বছরের পার্থক্য এল কিভাবে?

কেউ কেউ বলেন আলাউদ্দিন হুসেন শা বঙ্গাব্দ চালু করেছে-

আমাদের জানা উচিত হুসেন শাহের রাজত্বকাল ইংরেজি ১৪৯৪ থেকে ইংরেজির ১৫১৯ সাল পর্যন্ত। ইনি বঙ্গাব্দের প্রবর্তক হলে ইংরেজি ২০২৩ সালে বঙ্গাব্দের বয়স প্রায় ৫০০ বছর।

অথচ আমরা ইংরেজি ২০২৩ সালে ১৪৩০ বঙ্গাব্দ গণনা করছি।
এবার সহজ সরল অঙ্কের হিসেব বা যুক্তির হিসেব দেখি বঙ্গাব্দ চালু হয় কোন সময় এবং কে চালু করে-

বর্তমানে ইংরেজি ২০২৩ সাল এবং বঙ্গাব্দ ১৪৩০, তাহলে বঙ্গাব্দ চালু হয়েছে ইংরেজি ৫৯৩ সালে। আর ইতিহাস বলছে এই সময়ে বাংলার সিংহাসনে বসেন মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক। মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক ৫৯০ থেকে ৬২৫ খ্রিষ্টাব্দের মধ্যে রাজত্ব করেন।

তাহলে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হলেন বাংলার ভূমিপুত্র রাজা শশাঙ্ক। এই ভয়ানক সাংস্কৃতিক আগ্রাসনের দিনে, যখন মিডিয়ায়, ওয়েবসাইটে, খবরে, ভিডিও তে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বঙ্গাব্দের নামে, তখন বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা শশাঙ্কের নাম মনে রাখা এবং এই তথ্যটিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমাদের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ