এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা নাথাকায় ভোক্তা অধিকার আইনে ৩টি দোকানে ৫ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাষ্ট্রিট মুহাম্মদ আল-আমিনের ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় মন্ডল, ভারপ্রাপ্ত পৌরমেয়র, থানা ওসি (তদন্ত) তুষার দাশ, পেশকার ইব্রাহীমসহ অন্যান্যরা।
অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় ডিম ব্যবসায়ী শেখ আঃ জলিলকে ৫ হাজার টাকা, মুদি ব্যবসায়ী হেলাল উদ্দিন কে ৫ শত টাকা ও কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ২ শ’ টাকা সর্বমোট ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।