১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ধামরাই রেডিসন গার্মেন্টসের জিএম এর অপসারণসহ ১৪দফা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা

ডেস্ক নিউজ

রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাইয়ে রেডিসন ক্যাসুয়াল ইয়ার লিমিটেড এর শ্রমিকরা রেডিসন গার্মেন্টসের জিএম আলাউদ্দিনের অপসারণ এর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বুধবার (২৩ এপ্রিল-২০২৫) দুপুরে ধামরাই উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিসন গার্মেন্টস এর সামনে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেন শ্রমিকরা।

এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানায় তাদের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার( জিএম) মোঃ আলাউদ্দিন, তাদের উপর বাড়তি প্রোডাকশন এর চাপ সৃষ্টি করে।

এমনকি কাজে ভুল হলে ১০০০ টাকা জরিমানা গুনতে হয় শ্রমিকদের। তারা আরও জানান কারখানা কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তাদের ছুটি সহ বিভিন্ন অনিয়ম তুলে এই আন্দোলন করেন শ্রমিকরা।

কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল, এবংশ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো,

১। আমাদের জি.এম চলবে না।
২।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে।
৩।রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।
৪।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।

৫।ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।
৬।মেডি কেল ছুটি পাশ করতে হবে
৭।সি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবে
৮।যখন তখন লোক ছাটাই করা যাবে না।
৯। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।
১০।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে।
১১।এই আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই করা যাবে না।

১২।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে।
১৩।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না
১৪।কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান।

আলোচনার পর শ্রমিকদের বুঝিয়ে প্রায় ২ ঘন্টা পরে পুলিশের সহায়তায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
৭৮

ধামরাই রেডিসন গার্মেন্টসের জিএম এর অপসারণসহ ১৪দফা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা

আপডেট: ১০:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাইয়ে রেডিসন ক্যাসুয়াল ইয়ার লিমিটেড এর শ্রমিকরা রেডিসন গার্মেন্টসের জিএম আলাউদ্দিনের অপসারণ এর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বুধবার (২৩ এপ্রিল-২০২৫) দুপুরে ধামরাই উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিসন গার্মেন্টস এর সামনে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেন শ্রমিকরা।

এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানায় তাদের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার( জিএম) মোঃ আলাউদ্দিন, তাদের উপর বাড়তি প্রোডাকশন এর চাপ সৃষ্টি করে।

এমনকি কাজে ভুল হলে ১০০০ টাকা জরিমানা গুনতে হয় শ্রমিকদের। তারা আরও জানান কারখানা কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তাদের ছুটি সহ বিভিন্ন অনিয়ম তুলে এই আন্দোলন করেন শ্রমিকরা।

কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল, এবংশ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো,

১। আমাদের জি.এম চলবে না।
২।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে।
৩।রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।
৪।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।

৫।ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।
৬।মেডি কেল ছুটি পাশ করতে হবে
৭।সি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবে
৮।যখন তখন লোক ছাটাই করা যাবে না।
৯। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।
১০।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে।
১১।এই আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই করা যাবে না।

১২।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে।
১৩।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না
১৪।কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান।

আলোচনার পর শ্রমিকদের বুঝিয়ে প্রায় ২ ঘন্টা পরে পুলিশের সহায়তায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেন।