এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ
জাতীয় শোক দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরীর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট’২৩ ইং সোমবার বিকাল ৪ টায় নগরের বারেক বিল্ডিংস্হ ছাবের প্লাজায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠনের মহানগর সভাপতি মো হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা ছবির আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী আয়েশা ছিদ্দিকা।
বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুব লীগ নেতা শিবু কুমার দাশ, মোহাঃ ইউসুফ, মাসুদ রানা, এম এ হাশেম, মোহাম্মদ হোসেন মধু, মোহাম্মদ মোস্তফা, শিউলি আকতার, মো হানিফুল ইসলাম চৌধুরী প্রমুখঃ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা মনে করেছিলেন পিতা মুজিবকে হত্যা করে বাঙালি জাতি ও চেতনাকে নিশ্চিহ্ন করতে পারবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। জীবন্ত মুজিবের চেয়ে মৃত মুজিব কতটা শক্তিশালী তা তারা বুঝতে পারে নি।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।