• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো ইউনূস-মোদি বৈঠকে? রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার কপিলমুনিতে বাসস চেয়ারম্যানের শুভাগমন উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার

বেনাপোল পৌর নির্বাচনে নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর):

আর মাত্র একদিন বাদেই ১৭ই জুলাই সোমবার বেনাপোল পৌর নির্বাচন। আর এবারের পৌর নির্বাচনে বেনাপোলে নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বত্তো নৌকা মার্কার জয় জয় রব বইছে। মানুষের মুখে মুখে এখন নৌকা মার্কার প্রার্থী নাসির উদ্দিনের গুনগান। তারা চাচ্ছে নাসির উদ্দিন এবারের পৌর নির্বাচনে বেনাপোল পৌর মেয়র পদে নির্বাচিত হোক।

পৌর এলাকাবাসী সূত্র জানায়, নাসির উদ্দিন সর্বদা বিপদেআপদে সাধারণ মানুষের পাশে থাকেন। নাসির উদ্দিন নিজেও দূর্নীতি করেন না, আবার কাউকে দূর্ণীতি করতেও দেবেন না। স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে তিনি বেনাপোল পৌরসভার উন্নয়ন সাধন করবেন বলে তারা জানান।

বেনাপোল পৌরসভার ৪ নং কাগজপুকুর ও কাগমারী ওয়ার্ডের সাধারণ নাগরিক ও ভোটার মিলন হুসাইন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, আমাদের সকলের পরিচিত সুশিক্ষায় শিক্ষিত মোঃ নাসির উদ্দিন ভাই। তিনি ছাত্র রাজনীতির সবুজ প্রান্তর থেকে উঠে আসা পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক। বেনাপোলের তরুণ স্মার্ট মেয়র প্রার্থী।

নাসির উদ্দিনের মত যোগ্য ও সৎ প্রার্থীকে দল-মত নির্বিশেষে সবাই মেয়র হিসেবে নির্বাচিত করবেন বলে আমি মনে করি। আমাদের এই প্রানের শহর বেনাপোলের এবং এই শহরের শান্তি প্রিয় মানুষগুলোকে তিনি শান্তিতে রাখবেন আশা করি।

বেনাপোল ৮ নং ছোটআঁচড়া ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম রফিক বলেন, বেনাপোল পৌর নির্বাচনে নৌকা মার্কার যোগ্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসির উদ্দিনকে মনোনীত করেছেন। তিনি বেনাপোল পৌরসভার বিভিন্ন সমাজ সেবা ও উন্নয়ন মূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাকে ঘিরে এবারের পৌর নির্বাচনে বেনাপোলে উৎসব ও আমেজপূর্ণ পরিবেশে নৌকার জয়গান বয়ে যাচ্ছে। আমরা আশাবাদী নাসির ভাই বিপুল ভোটে নৌকা মার্কা নিয়ে জয়ী হবেন।

পৌর নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী নাসির উদ্দিন বলেন, আমি নিজে দূর্নীতিমুক্ত। সুতরাং আমি নির্বাচিত হলে, কাউকে কোন দূর্নীতি করার সুযোগ দেবো না। আমি ব্যক্তিগত ভাবে একা নয়, সবাইকে সাথে নিয়েই বেনাপোলের উন্নয়নে কাজ করে যাবো। আর বেনাপোল বাসীর বহুদিনের দাবি, বেনাপোলে একটি উন্নত মানের হাসপাতালের। আমি প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করবো। এবং তাকে বেনাপোলে আসার অনুরোধ জানাবো। আর চেষ্টা করবো হাসপাতালটি নির্মাণের জন্য। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে, আমি কোন প্রতিহিংসার জন্য পৌরসভায় যাবো না। বেনাপোল প্রথম শ্রেণির পৌরসভা। আমি এখানকার মানুষের অধিকার আদায়ের জন্য যাবো।

উল্লেখ্য, ১৭ জুলাই সোমবার সকাল থেকে শুরু হবে বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ। এবারের বেনাপোল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ