মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা ০৩নং ওয়ার্ড, আলীপুর, চৌরাস্তা থেকে মাইজদী যাওয়ার পথে আলী পুর সিএনজি স্টেশনের পার্শ্বে পাকা রাস্তার উপর অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারীরা বাসে করে চট্টগ্রাম হইতে বাধন পরিবহণে করে মাইজদীতে প্রবেশ মুখে অবস্থান করিলে ডিবি পুলিশ বাস তল্লাশী করিয়া বাসের ভিতর হইতে ধৃত আসামী ০১। ছারা বেগম ২। রহিমা বেগম
উভয়সাং-পূর্ব কলাউজান, ০৭নং ওয়ার্ড, পূর্ব কলাউজান ইউপি, উভয়থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামদের হেফাজত হইতে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ১৪জুলাই রাত ১০টার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম, ধৃত আসামীদের‘কে জিজ্ঞাসাবাদে তারা জানান যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দেশের বিভিন্ন অঞ্চল হইতে কমমূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয়ের জন্য চট্টগ্রাম হইতে তারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে, তারা দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে গা ডাকা দিয়ে অবৈধ ভাবে মাদক ব্যবসা করছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর জায়েদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।