• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় ইট‌ভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান জমাদার ও সাধারণ সম্পাদক রঞ্জন সরদার ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন দেশের শিল্প বিকাশের গর্বিত অংশীদার ইউনিভার্সাল ট্রেড সেন্টার সেনবাগ থানার গোলঘরে মারামারি,আটক ৬ ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ২টি ইটভাটায় ২২ লাখ টাকা জড়িমানা সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু মধুপুর পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে সম্মাননা পেলেন সেনবাগের আনোয়ার হোসেন নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক আলো,সদস্য সচিব হারুন

ধামরাইয়ের কালামপুর বাজার বণিক সমিতির নির্বাচনে কন্ঠু সভাপতি ও মুসা সা: সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

রনজিত কুমার পাল (বাবু),স্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪০ ভোট বেশি পেয়ে আব্দুল হালিম কন্ঠু আনারস প্রতিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮২ ভোট বেশি পেয়ে দেওয়ান মোসলেম উদ্দিন মুসা ছাতা প্রতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ই জুন) ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর বাজার বণক সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এ’নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মো: আব্দুল হালিম (কন্ঠু) ৫৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন,সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী রবিউল করিম চেয়ার প্রতীকে ২৫৪ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮২ ভোট বেশি পেয়ে মোসলেম উদ্দিন মুসা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ’নির্বাচনে সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন (দেওয়াল ঘড়ি), সহ-সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম আরিফ (মোরগ), কোষাধ্যক্ষ পদে মো. শের আলী (গোলাপফুল) এবং সদস্য পদে কামরুল হাসান রাজু (মাছ), বাহার আলী (হরিণ) আলমগীর হোসেন (ফুটবল) ও আক্কাস আলী (সাইকেল) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান। তিনি জানান, কালামপুর বাজার বণিক সমিতির এ’নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা ছিল ৮৮০ জন। এদের মধ্যে ৮৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ