এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত আধুনিক সাব-রেজিস্ট্রি অফিস। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের আধুনিক নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন হতে যাচ্ছে।
ইতিপূর্বে ভবন নির্মাণসহ আনুসাঙ্গিক সকল কার্যক্রম সম্পন্ন করেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনেই জমি রেজিস্ট্রিসহ সার্বিক অফিসিয়াল কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সাব-রেজিষ্টার মোঃ মোহায়মেনুর রহমান। নিজস্ব ভবন হওয়ায় এখন থেকে ত্রিশ, চল্লিশ বছরের বালাম বই সংরক্ষিত রাখা সম্ভব হবে এবং নকল সংগ্রহসহ কাঙ্খিত সব ধরণের সেবা পাওয়া যাবে পাইকগাছা সাব-রেজিস্ট্রী অফিস থেকে।
২০১৮ সালের তিন মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২০টি জেলা রেজিস্ট্রী অফিস এবং ৬৩ টি উপজেলা সাব-রেজিস্ত্রী অফিসের নিজস্ব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ঘোষণা করেন। ঘোষনা মতে অত্র উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণকল্পে পৌর সদরে দুই হাজার এগারো সালের দিকে তেত্রিশ শতক জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহনের পর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।
ইতোমধ্যে দ্বিতল ভবনের নির্মাণ কাজ, প্রধান ফটক ও সীমানা প্রাচীরসহ সবধরণের কার্যক্রম শেষ হয়েছে। নতুন ভবনটি ব্যবহারের অনুমতি চেয়েছে পাইকগাছা সাব-রেজিষ্টার কার্যালয়। দ্বিতীয় তলায় রেকর্ড রুম থাকবে, নীচতলায় থাকবে দলিল লেখক ও সাধারণ মানুষের বসার স্থান। ত্রিশ, চল্লিশ বছরের প্রয়োজনীয় দলিলাদী সংরক্ষিত থাকবে জানান কর্তৃপক্ষ। এতে সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা পাবে। কাওকে আর খুলনায় যেতে হবে না, জনভোগান্তী কমাতে এখান থেকে সরবারাহ করা যাবে।