খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জমি জবরদখল, মারপিটে জখম করার ঘটনায় মামলার বিবাদী কর্তৃক হুমকির মুখে প্রতিবন্ধী রজব ও তার পরিবারের সদস্যরা। পুনরায় মারপিটের ভয়ে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আতংকে দিন কাটছে তাদের। গত রবিবার মামলা তুলে না নিলে কচুকাটা করা হবে বলে জানান প্রতিবন্ধী রজবের স্ত্রী,,৷
মামলার বিবরন ও একাধিক সুত্র জানায়, জায়গাজমি নিয়ে পার্শ্ববর্তী আজমল গাজী, কামাল গাজী ও জামাল গাজীগংদের সাথে প্রতিবন্ধী রজব আলীদের বিরোধ চলে আসছে। রজব ও তার ছেলে রিপন দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারনে তাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করে আসছে বিবাদী আজমল পরিবার।
একপর্যায়ে গত ৬ জুন সকাল ৯ টার দিকে বিবাদী আজমল গং লাঠিসোটা নিয়ে প্রতিবন্ধী পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট ও রক্তাক্ত জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা হয়। যার নং জিআর ১৭৫/২৩, তাং ৭/০৬/২৩। উক্ত মামলায় ৪ অভিযুক্তকে জেল হাজতে পাঠান আদালত।
মামলার অন্যান্ন আসামীরা জামিনে বেরিয়ে এসে প্রতিবন্ধী রজবের পরিবারকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভুগী পরিবারের। এ ঘটনায় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী রজব ও তার পরিবার।