মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
আমেরিকার দালাল আখ্যা দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার কুশপুত্তলিকাও দাহ করা হয়।
বুধবার (৭ জুন) সকাল ১০টায় উপজেলার বসুরহাট পৌর শহরের অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ ও ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে সরকারি মুজিব কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
বক্তব্যে আবদুল কাদের মির্জা ড. ইউনূসকে ‘মার্কিন দালাল’ উল্লেখ করে আমেরিকার ভিসা নীতির কঠোর সমালোচনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরসহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, আপনারা হারিকেন নিয়ে ঘেরাও করতে চান। শত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী কয়লার ব্যবস্থা করেছেন। ১৫ দিন পর শতভাগ বিদ্যুৎ পাবে বাংলাদেশ। তখন জনগণ একত্রিত হয়ে আপনাদের ঘেরাও করবে। বেশি বাড়াবাড়ি করলে আমরাও বসে থাকবো না। ঘেরাও করতে এলে রাজপথেই মোকাবিলা করা হবে।