এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
খুলনার পাইকগাছায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উভয় কর্মসূচীর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসানের সঞ্চলনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক মোঃ আইনাল হক। আলোচ্য বিষয়ে মতামতসহ সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, গড়ইখালী ইউপি চেয়ারম্যান আঃ ছালাম কেরু, সাংবাদিক আব্দুল আজিজ।
এসময়ে সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের আয়োজকরা জানান, পাইকগাছা উপজেলায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা ৩০ হাজার ও চলতি অর্থবছরে সারাদেশের ন্যায় এ উপজেলায় আরোও প্রায় সাড়ে ৭ হাজার নতূন ভাতাভেগীর সংখ্যা বৃদ্ধি পাবে।