আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে শনিবার (৩ জুন) বিকালে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি তার বক্তব্যে বলেন-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষার গুনগতমান আরও বৃদ্ধি করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক দেরকেও শিক্ষার্থীদের মত পড়তে হবে- তাহলেই শিক্ষার গুনগত মান আরো বৃদ্ধি পাবে।
পৌর মেয়র মো. সিদ্দিক হোসেন খান বলেন,শিক্ষক লাঞ্ছিত হলে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে।
সুশিক্ষার মাধ্যমে বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, পৌরমেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক.ডা. মীর ফরহাদুল আলম মণি, আলোক হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান লোকমান হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মহির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আনিছুর রহমান আনিস, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্হিত ছিলেন।