আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প এর আয়োজনে রবিবার ৪ ফেব্রুয়ারী ও সোমবার ৫ ফেব্রুয়ারী এ দুই দিন ব্যাপী জলছত্র কারিতাস অফিসে বসত বাড়িতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল।
এ সময় উপস্থিত থেকে আলোচনা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ বাছেদ, কারিতাস আইসিডিপি ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার মি,বুলবুল মানখিন।
আলোক-৩ প্রকল্পের ফোাকাল পার্সন মি. বাঁধন চিরান,আলোক -৩ প্রকল্পের কৃষি অফিসার মিস এনা নকরেক, আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম প্রমুখ। এসময় নারী কৃষক সংগঠনের ২০ জন নারী সদস্য অংশ গ্রহন করেন। উপস্থিত সদস্যদের সাথে গৃহপালিত প্রাণী পালন ও বসত বাড়িতে শাক সবজি চাষ সম্পর্কে বিভিন্ন দিক উল্লেখ করে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে মুরগির রানীক্ষেত রোগের ভেকসিন বিনামূল্যে বিতরণ করা হয়।