বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলায় ক্ষেত থেকে চুরি হচ্ছে আলু ও পেঁয়াজ। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম ব্যপক বৃদ্ধির কারণে গভীর রাতে অসাধু কিছু লোকজন কৃষকের ক্ষেত থেকে চুরি করছে।
গত সোমবার রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের কৃষক জালাল উদ্দিনের ১৪ শতাংশ আলুর জমি থেকে প্রায় ৩ শতাংশ জমির আলু চুরি হয়েছে। এছাড়া পরের দিন দিবাগত রাতে একই গ্রামের কৃষক ইনছার আলী ব্যাপারীর প্রায় দেড় শতাংশ জমির পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোরেরা। ওই কৃষকরা জানান, ক্ষেত থেকে চুরি ঠেকাতে রাতে জমিতে পাহাড়া দেওয়া হবে।
এদিকে উপজেলার পাকুল্লার চরঞ্চলের কৃষক ইলিয়াস আলী জানান,এ বছর তার ২০শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। তবে সেই জমির মাঝে থেকে পেঁয়াজ চোরেরা চুরি করে নিয়ে গেছে। ওই কৃষক জানান এলাকার কৃষক এখন থেকে রাতে পালাক্রমে আলু ও পেঁয়াজের জমি পাহাড়া দেবে।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এসংক্রান্ত এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন বর্তমান পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে হয়তোবা ঘটনা ঘটেছে আশা করছি অচিরেই পেঁয়াজের বাজার কমে গেলে এ ধরনের ঘটনা ঘটবে না এবং সেই সাথে কৃষকদের স্বজাগ থাকার পরামর্শ দেন তিনি।