• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনবাগ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাতিয়াতে বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চাটখিলে গুলি করে যুবককে হত্যা,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার মধুপুরে মাকে কুপিয়ে হত‍্যা ও স্ত্রীকে গুরুতর আহত করে পালিয়েছে ছেলে বেনাপোলে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হোলি উৎসব উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ প্রশাসনের

রায়পুরের আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

সোহেল হোসেন, লক্ষ্মীপুর থেকেঃ

লক্ষ্মীপুরে ভূমিহীন পরিবারের ৬০ শতাংশ জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে মনির হোসেন মোল্লা নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

তিনি রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লার ছেলে।

প্রতিকার চেয়ে ও মনির হোসেন মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন চরকাছিয়া গ্রামের শামছুল হকের ছেলে ভুক্তভোগী রতন কবিরাজ ও তার স্ত্রী রিনা বেগম।

সংবাদ সম্মেলনে রতন কবিরাজ অভিযোগ করে বলেন, মনির হোসেন মোল্লা প্রভাব খাটিয়ে আমাদের বন্দোবস্ত পাওয়া জমির কাগজপত্র কব্জা করে রেখেছেন। কাগজপত্র ফেরত পেতে দুই লাখ টাকা দিতে হবে বলে জানান তিনি।

এই ঘটনায় মামলা দায়ের করলেও অসহায় পরিবারটি প্রতিকার পাচ্ছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

রতন কবিরাজ বলেন, ভূমিহীন হিসেবে আবেদন করায় ২০১৬ইং সালের ৪ সেপ্টেম্বর সরকার চরকাছিয়া মৌজায় আমাদেরকে ৬০ শতাংশ জমি বন্দোবস্ত দিয়েছে। কিন্তু ওই জমি আমরা এখনো দখলে নিতে পারিনি। জমিটি আওয়ামী লীগ নেতা মনির জোরপূর্বক দখল করে রেখেছে। জমি বুঝে পেতে মনির মোল্লার কাছে গেলে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন এবং দুই লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ অক্টোবর আদালতে অভিযোগ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতের বিচারক বেলায়েত হোসেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর রুজু করার নির্দেশ দেয়। এরপর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠে বলে জানান রতন কবিরাজ। তিনি বলেন, মনির মোল্লার ভয়ে আমি কাজকর্ম বন্ধ করে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। মনির মোল্লা জমির কাগজপত্র না দিয়ে উল্টো আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা করার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এসময় পুলিশ প্রশাসনের কাছে মনিরকে গ্রেপ্তারসহ ন্যায় বিচার দাবি করেন তিনি।

রতনের স্ত্রী রিনা বেগম বলেন, আমরা ভূমিহীন ছিলাম। প্রধানমন্ত্রী আমাদেরকে ৬০ শতাংশ জমি দিয়েছে। কিন্তু জমিটি আমরা পাইনি। জমিটি আওয়ামী লীগ নেতা মনির দখল করে রেখেছে। কাগজপত্রও তার কাছে। এখন কাগজপত্র পেতে হলে দুই লাখ টাকা চেয়েছেন তিনি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অভিযুক্ত মনির হোসেন মোল্লা বলেন, রতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি পক্ষ ষড়যন্ত্র করে তাকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছে। চরের হাজার হাজার একর জমি রয়েছে। এরমধ্যে রতনের ৬০ শতাংশ জমি আমি কেন দখলে নিতে যাবো। রাজনৈতিকভাবে বিপাকে ফেলার জন্য একটি পক্ষ এসব করাচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি আমার জানা নেই। মামলাটি তদন্তে হাজিমারা পুলিশ ফাঁড়ি দায়িত্বে রয়েছে। ফাঁড়ি ইনচার্জ ভালো বলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ