বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় বসতবাড়িতে অগ্নীকান্ডের ঘটনায় চার লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গত মঙ্গলবার অনুমান রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের চকনন্দন হালদার পাড়ার মৃত মহেন্দ্রনাথের ছেলে রনজিত সরকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,অনেক আগে থেকেই রনজিত সরকার ওই জায়গায় বাড়ি বানিয়ে বসত করে আসছিল। রাতে ওই বাড়িতে আগুনলাগা দেখতে পেয়ে স্থানীয়রা এসে জল ঢেলে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার সুত্রপাত জানা যায়নি।
ওই গ্ৰামের স্বপন সরকার বলেন,গভীর রাতে আগুন লাগার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে জল ঢেলে এ আগুন নিভানো হয়। বাড়ির মালিক রনজিত কুমার সরকার বলেন,প্রায় ৩০বছর আগে গ্ৰামের প্রতিবেশী মৃত বসন্ত চন্দ্র প্রধানের ছেলে সুশান্ত প্রধানের এর কাছ থেকে ক্রয়সুত্রে জমিটি কিনে বসবাস করে আসছি।
ওই বাড়িতে সেই থেকেই বসবাস করলেও এপাড়ায় আমার আরেকটি বাড়ি আছে। তবে ছেলেটা চাকুরীর সুবাধে বাহিরে থাকার কারণে আপাতত ক্রয়কৃত বাড়িতে থাকা হয়না। আরো বলেন মঙ্গলবার রাত ১২টার দিকে প্রতিবেশীর হৈচৈ শুনে ঘুম ভেঙ্গে যায়। উঠেই বাড়িতে অগ্নীকান্ড দেখতে পায়। তার দাবি প্রতিহিংসা মুলক এই আগুন কেউ লাগিয়ে দিয়েছে।
এ আগুনে বাড়ির বেরা সহ নানান ধরনের মালামাল পুড়ে ৪লাখ টাকার খতি হয় বলে দাবি করেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, রাতেই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল আমাদের অফিসারদের পাঠিয়েছিলাম। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ক্ষতিগ্ৰ্স্থ্য পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।