বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের উদ্দোগে দেশ রত্ন শেখ হাসিনা মিলনায়তনে সভাটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
এ সভায় বক্তব্য রাখেন, সোনাতলা রাম নারায়ণ বিহানী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির নেতা নিতাই লাল সাহা, মধুপুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবীর পাল, চিল্লিপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র রায়,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, থানার এসআই নুর ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আঃ মালেক, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন,পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু প্রমুখ।
এ সভায় উপস্থিত উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরাঞ্জন চন্দ্র রায়, মৎস কর্মকর্তা হাফিজুর রহমান,পল্লিবিদুৎ এর ডিজিএম উওম কুমার সাহা,আনছার ভিডিবি কর্মকর্তা মরিয়ম হক, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ শাখার অধ্যক্ষ আঃ ওয়াহেদ,প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক মন্ডল, ইউপি চেয়ারম্যান, এনামুল হক,আঃ আজিজ, বেলাল হোসেন। এছাড়াও পৌর সদরের হরিজন কলোনির সাগর বাশঁফোর, সুধীর বাশঁফোর, নামাজখালীর সুভাষ ঘোষ,সমাজ সেবক দিলিপ কুমার রায় সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এসভাটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার জৈন।