রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলার আওয়ামী যুবলীগের নতুন সদস্য গ্রহণ,নবায়ন কার্যক্রম আলোচনা সভা, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ১৭-২৫ সেপ্টেম্বর সপ্তাহ জুড়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর আওয়ামী যুবলীগের আলোচনা সভা সদস্য গ্রহণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার কালামপুর পৌষি রেস্টুরেন্টে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক সপ্তাহ জুড়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর আওয়ামী যুবলীগের আলোচনা সভা সদস্য গ্রহণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জীবন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজনের সঞ্চালনায় এ’অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য ঊধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান।
এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের প্রভাবশালী সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগের কান্ডারী ধামরাই উপজেলায় ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ১৮০০ যুবলীগের সদস্য ফরমের নির্ধারিত
টাকা দিয়ে দিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সমাজ সেবক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মোঃ আব্দুল লতিফ।
উল্লেখ্য একটি ভর্তি ফরম এর মূল্য নির্ধারণ করা ছিল ১০০ টাকা।
এ’সময় আব্দুল লতিফ সাহেব বলেন যুবলীগে যেন উপজেলা আওয়ামীলীগের কমিটির মত যেন হাইব্রিড জামাত-বিএনপির লোকদের দলে আনা না হয় তাহলে দল ও দেশ দুইটি ক্ষতিগ্রস্ত হবে এ’ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সহ ১৬ টি ইউনিয়নের সভাপতি , সাধারণ সম্পাদক ও যুবলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।