আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনের লক্ষে মধুপুর বাস স্ট্যান্ডের সড়ক ও জনপথের পুরাতন অফিসের সামনে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন মধুপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ বাসস্ট্যান্ডের যানজট নিরসন ও বিভিন্ন সময়ে যাত্রী সেজে সিএনজি,অটোরিক্সা ছিনতাই প্রতিরোধের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
অটোরিকশা চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও নগর পিতা মেয়র মো.সিদ্দিক হোসেন খান।
অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুরের যানজট নিরসন, সিএনজি ও অটোরিকসা ছিনতাই প্রতিরোধ কল্পে নানাবিধ পরামর্শ মূলক আলোচনা করেন এবং বাসস্ট্যান্ডের যানজট নিরসনে অটোরিকশা চালকদের মহাসড়কে যত্রতত্র ভাবে অটোরিক্সা না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
বলাবাহুল্য, নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুর থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গুরুত্বপূর্ণ বাজার, মসজিদ ও জনবহুল স্থানে গিয়ে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ দমন রোধে আলোচনা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মধুপুরে সুধীমহল।
নগর পিতা খ্যাত মেয়র মো.সিদ্দিক হোসেন খান বলেন, আমরা অতীতে যানজট নিরসনের জন্য অটোরিক্সা গুলোকে লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে দুটি ভাগে বিভক্ত করি। একদিন লাল পরের দিন হলুদ রঙের স্টিকার লাগানো অটোরিকশা চলাচলের ব্যবস্থা করি, এতে করে মধুপুরের যানজট অনেকাংশে কমে যায়।
তিনি জানান, আগের নিয়মেই সিএনজি ও অটোরিকশা গুলো লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে চালাতে হবে। মধুপুরকে একটি যানজট মুক্ত পৌর শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এস আই জুনায়েদ হোসেন, শ্রমিক নেতা শিমুল মন্ডল, গোলাপ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও অটোরিক্সা শ্রমিকগন।