• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিল বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি নজির মোল্লা ও সম্পাদক নোমান নির্বাচিত হয় সোনাতলায় চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা খুনের ঘটনায় গ্ৰেফতার ৪জন দখলে দুষনে মরছে আমতলীর বাসুগী খাল ইভটিজিং সহ্য করতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা,যুবক গ্রেপ্তার হাটহাজারী মেখলে জবরদখলকারী ভূমি দস্যুদের বিরোদ্ধে সাইফুল গং-এর সংবাদ সম্মেলন আমতলীতে দুই কেজি গাজা ও ইয়াবাসহ আটক ২ ডুমুরিয়ায় গফফার সড়কের ভাঙ্গা রাস্তা সংস্কার করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিসিং বোট ডাকাতি, গুলিতে মাঝি নিহত ১৯ মাল্লা অপহরণ চাটখিলে কুফরি ও তাবিজ কবজের মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে আসছে জাহাঙ্গীর

সোনাতলা বামুনিয়া পালপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ২৪প্রহর ব্যপী মহানাম,লীলা কীর্তন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সোনাতলার বামুনিয়া পাল পাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ২৪প্রহর ব্যপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। গ্ৰামবাসীর আয়োজনে স্বর্গীয় দুলাল পালের বহির্বাটিতে এ কীর্তন অনুষ্ঠিত হয়। এতে জেলা সহ উপজেলার বিভিন্ন গ্ৰাম থেকে আগত ধর্মানুরাগী সনাতন সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তবৃন্দের পদচারণায় শেষ হলো কীর্তন (হরিবাসর)।

এই বিশাল হরিবাসর প্রাঙ্গনে এসে সু-শৃঙ্খল ভাবে বসে লীলারস কীর্তন শ্রবন করলেন সনাতন ধর্মানুরাগীরা। সরেজমিনে উপজেলার বালুয়া ইউনিয়নের বামুনিয়া পালপাড়া হরি মন্দিরে গিয়ে দেখা যায়,সনাতন ধর্মানু্রাগী নারী ও পুরুষেরা অত্যন্ত সুন্দর শান্তপ্রীয় ভাবে বসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নামী-দামী কীর্তনীয়া ও তার সহযোগিদের মধুর সুরে পরিবেশনকৃত কীর্তন উপভোগ করছেন।

যদিও তাপমাত্রা প্রচন্ড গরম কিন্তু আয়োজক কমিটি গরমের বিষয়টি মাথায় নিয়ে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে প্রচুর ইলেকট্রনিক ফ্যানের ব্যবস্থাও রেখেছিল। তবে কীর্তনের মাঝে মাঝে কীর্তনীয়ার পরিবেশনকৃত কীর্তনের ভাবাবেগে একে অপরকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে আলিঙ্গন করে। আয়োজক কমিটির সদস্যরা জানান এবার তাদের ২০তম অধিবেশন চলমান।

৪ই সেপ্টেম্বর সোমবার রাতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠান শুরু হলেও সেটি শেষ হবে আগামী ৮শে সেপ্টেম্বর শুক্রবার ভোরে।

অপরদিকে ওই দিনই দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ উৎসব পরে ভক্তবৃন্দের মাঝে প্রাসাদ বিতরণ করা হবে। পরের দিন শনিবার দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের ২৪প্রহর ব্যপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলারস কীর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

তেমনি এই অনুষ্ঠানকে ঘিরে ওই গ্ৰামে সাজ সাজ রব পড়েছে এ উপলক্ষে প্রতিটি বাড়িতে এসেছে দুর-দুরান্ত থেকে তাদের নিকট অত্নীয়-স্বজন। উক্ত অনুষ্ঠানে লীলারস কীর্তন পরিবেশন করেন, বাবু শচীন্দ্রনাথ বিএসসি,শ্রীমতি সুকৃতি রানী মহন্ত,শ্রী বেনী মাধব দাস,মেঘমালা রানী সহ বিভিন্ন মহানামের দল এ অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ