বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৬ই সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় রাম নারায়ণ বিহানী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে উৎসব মুখর পরিবেশে বাদ্যযন্ত্রের তালে তালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হরি নামে মুখরিত ছিল এ শোভাযাত্রাটি। তবে পুলিশ বাহিনীর সদস্যরা পুরা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গা মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার জৈন নতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজামান লিটন।
এতে বিশেষ অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী বাবু নিরঞ্জন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নবীন আনোয়ার কমরেড,পৌর কাউন্সিলর নিপুণ আনোয়ার কাজল,পুজা উদযাপনের নেতা ও সমাজ সেবক দিলিপ কুমার রায়, বাবু উৎপল কুমার কর্মকার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ চন্দ্র স্বর্নকার,শিক্ষক গৌতম কুমার সাহা, নরেন্দ্র নাথ সাহা, সুভাষ চন্দ্র ঘোষ,শিক্ষক নির্মল চন্দ্র রায়, দিপংকর চন্দ্র সাহা প্রমুখ।
এসময় ভগবান শ্রীকৃষ্ণের জিবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সদস্য হরিদাস কৃষ্ণজনার্দন প্রভু। এতে সঞ্চালনা করেন সুবীর কুমার পাল। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্ৰাম থেকে প্রায় ৪শতাধীক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।