• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমতলীতে দুই কেজি গাজা ও ইয়াবাসহ আটক ২ ডুমুরিয়ায় গফফার সড়কের ভাঙ্গা রাস্তা সংস্কার করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিসিং বোট ডাকাতি, গুলিতে মাঝি নিহত ১৯ মাল্লা অপহরণ চাটখিলে কুফরি ও তাবিজ কবজের মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে আসছে জাহাঙ্গীর জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, সভাপতি নুরুল হুদা-সম্পাদক হাবীব মাষ্টার ডুমুরিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অধিকার এখানে, এখনই প্রকল্প (Right Here Right Now-RHRN-2) আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন সেনবাগে রেইনবো ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৩০ জন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে আলোচনা সভাও র‍্যালি অনুষ্ঠিত জগন্নাথপুরের আফজল হত্যা মামলার ১৫ আসামী কারাগারে, ৩ জন পলাতক

নোয়াখালীতে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)। সে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল বারী বলেন, নিহত বেলাল মানসিক সমস্যায় ভূগছিলেন। কিছু দিন আগে সে একটি মাইকিংয়ের পিকআপ ভ্যান ভাংচুর করে। এরপর সুধারাম থানার ওসি তাকে রিহ্যাব সেন্টারে পাঠায়।

সেখানেও পাগলামির কারণে তারা তাকে প্রেরত পাঠায়। গত কয়েকদিন সে জননী হসপিটালে চিকিৎসাধীন ছিল। গত ২দিন আগে সে বাড়িতে আসে। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম ছিল। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ