এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দেড় কোটি টাকার কোন হিসাব না দেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদায়কারীর বিরুদ্ধে সমিতির সভাপতি থানায় অভিযোগ করেছেন।
আদায়কারীর অভিযোগে জানা যায়, জোনাকি গ্রাম উন্নয়ন সমিতির আদায়কারী হিসেবে কবিতা রানী দাসকে ২০১০ সালে দায়িত্ব দেয়া হয়। ২০১৩ সাল পর্যন্ত সঠিকভাবে হিসাব নিকাশ প্রদান করলেও পরে সঠিকভাবে আর কোন হিসাব নিকাশ দেননি সমিতির কর্তৃপক্ষের কাছে। এদিকে গ্রাহকরা পাওনা টাকা আদায়ে জোর চাপ সৃষ্টি করায় আদায়কারীর কাছে বার বার হিসাব চাইলেও হিসাব না দেয়ায় গ্রাহকদের পাওনা কোটি কোটি টাকা পরিশোধ করতে পারছেনা সমিতি কর্তৃপক্ষ। একটা হিসেবে দেখা যায় আদায়কারী কবিতা রাণী দাস দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে বৃহস্পতিবার বিকেলে সভাপতি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এব্যাপারে আদায়কারী ও পৌরসভার ৪, ৫ ও ৬ সংরক্ষিত কাউন্সিলর কবিতা রাণী দাস বলেন, তিনি কোন টাকা আত্মসাৎ করেননি। আমি প্রতিদিনের হিসেব যথা সময়ে সভাপতি ও পরিচালকের কাছে বুঝে দিয়েছি। বরং তারা নিজেরা টাকা আত্মসাৎ করে আমার উপর চাপানোর চেষ্টা করছে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।