এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
খুলনার পাইকগাছায় সরকার নির্দ্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এমন অভিযোগের ভিত্তিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পৌর সদরের সার ডিলার মেসার্স বীরেন্দ্র নাথ সরদার এর দোকানে এসে ক্রেতা ও বিক্রেতার কথোপকথন শুনে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমসহ আদালত সংশ্লিষ্টরা।