বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলার খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রীড রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৪ জুন শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকদের মাঝে এ প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, তেকানী চুকাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নূরে আলম আলম লিখনসহ কৃষকবৃন্দ।