
চট্টগ্রামের ছোটপুল এলাকা থেকে ১ হাজার ১৫ লিটার সয়াবিন তেল জব্দ
চট্টগ্রাম নগরীর ছোটপুল এলাকায় ‘বিসমিল্লাহ স্টোর’ থেকে ১ হাজার ১৫ লিটার সয়াবিন তেল জব্দ বিক্রি না করে গুদামে বোতলজাত সয়াবিন তেল মজুত এবং বাড়তি দামে খোলা তেল বিক্রির দায়ে চট্টগ্রামে আরও এক দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই প্রতিষ্ঠানের দুটি গুদামও এসময় সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৭৬০ টাকা মূলের পাঁচ লিটার বোতলের তেল তারা ড্রামে ঢেলে ৯৪০ থেকে ৯৬০ টাকায় বিক্রি করছিল।
বৃহস্পতিবার (১২মে) দুপুরে চট্টগ্রাম নগরীর ছোটপুল এলাকায় ‘বিসমিল্লাহ স্টোর’ নামে একটি দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদফতরের টিম। ভোক্তা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন দৈনিক নব দেশ বার্তাকে জানান, দোকানটিতে বোতলজাত সয়াবিন তেল বিক্রি বন্ধ পাওয়া গেছে। তবে কয়েকটি ড্রামে খোলা তেল পাওয়া যায়। তাদের গুদামে অভিযান চালিয়ে এক হাজার ১৫ লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল পাওয়া গেছে। এসব বোতলজাত তেল তারা বিক্রি না করে মজুত করে রেখেছিল।