শিরোনাম:
কুমিল্লাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত
কুমিল্লাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নোয়াখালীর সেনবাগের মোবাইল ব্যবসায়ী মোঃ রায়হান (২৭) নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের চুনা হাজ্বীর নতুন বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান ফেনীতে মোবাইল ফোন ও যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার বিকেলে তিনি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে মালামাল ডেলিভারি দিতে চৌদ্দগ্রামে যান। পরে ফেরার পথে রাতের দিকে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
হঠাৎ এ মৃত্যুর সংবাদে নিহতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















