বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ বত্রিশ শ্রীশ্রী লোকনাথ মন্দিরে আজ ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩০ (৩রা জুন ২০২৩) রোজ শনিবার শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান উৎসব ও ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত উৎসবে সনাতন ধর্মাবলম্বী সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন। লোকনাথ মন্দির কমিটি উক্ত অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দদের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাংলা ১৮ ভাদ্র ১১৩৭ বঙ্গাব্দ (৩১শে আগস্ট ১৭৩০ খ্রিস্টাব্দে) কলকাতার বারাসাতে উত্তর ২৪ পরগণার চৌরাশিচাকলা নামক গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা বাংলা ১৯শে জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দ (১লা জুন ১৮৯০ খ্রিস্টাব্দে) বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত বারদী গ্রামে সকাল ১১.৪৫ মিনিটে ১৬০ বছর বয়সে দেহ ত্যাগ করেন।