সেনবাগে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের আয়োজন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হযরত মাওলানা অধ্যক্ষ সাইয়েদ আহমদ। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আবছার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হযরত মাওলানা আবদুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেয়ারী মাওলানা মোহাম্মদ হানিফ,সহকারী সেক্রেটারি মোঃ নুরুল হুদা মিলন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ মিয়াজি,উপজেলা মানবসম্পদ বিভাগ সম্পাদক মাওলানা ছালাহ উদ্দিন,সেনবাগ পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি ও ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ গোলাম হোসেন শাহীন সহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।