মধুপুর পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে মধুপুর ও ধনবাড়ী উপজেলার মধ্যবর্তী এলাকার ভাইঘাট হাইস্কুল মাঠে ৮ ফেব্রুয়ারী বিএনপির জনসভাকে সফল এবং জনসমুদ্রে পরিণত করার লক্ষে মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২ নং ওয়ার্ডের জটাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় সোমবার সন্ধায় ২ নং ওয়ার্ডে এবং রাতে ৪ নং ওয়ার্ডের টেকীপাড়া বয়েল মোড় এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ নং ওয়ার্ডের উত্তরা যুব সংঘে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দীন , সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান রবিন, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,সদস্য সচিব শামীম হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।