মধুপুরে শাকিল’স কিচেনের শুভ উদ্বোধন
টাঙ্গাইলের মধুপুরে শাকিল’স কিচেনের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে মধুপুর মিয়াবাড়ী সুপার মার্কেটের ওয়ালটন প্লাজার উপরে তৃতীয় তলায় শাকিল’স কিচেনের উদ্বোধন উপলক্ষে কেক কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। উদ্ভোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বোরহান আলী,সাংবাদিক, সুধীমহল, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মধুপুর বাসস্টাস্ড জামে মসজিদের খতিব মুফতি মো. আনোয়ার হোসেন।