• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মধুপুরে শাকিল’স কিচেনের শুভ উদ্বোধন নোয়াখালীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই ক্ষতির পরিমান দেড় কোটি টাকা সোনাতলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নোয়াখালীতে প্রশাসনের নাম ভাঙিয়ে ভেঙ্গে দেয়া ইটভাটা পুনরায় চালুর অভিযোগ পঞ্চগড়ে বিধবা হাইকোটের রায়ে ১৯ বছর পর পেতে যাচ্ছে ২০ একর ভুমি সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও’র যোগদান ও পুরস্কার বিতরণ ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত ধামরাই ইউনিয়ন বিএনপি-যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ

নোয়াখালীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
আপডেটঃ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।নিহত আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।

মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে। এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যার দিকে আধা কেজি করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন।করলা কেনার পর সন্ধ্যার পরে তিনি আর বাসায় পেরেননি।পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন।

না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাষ্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাত চিহৃ রয়েছে। তবে কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ