মাইনুল ইসলাম রাজু, বরগুনা প্রতিনিধি:
আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে সোমবার রাত দেড়টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বেল্লালের চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পরে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে নূর আলমের মুদি ও স্টেশনারী, শাহিনের মুদি ও মনোহরি, মো. ইমরানের অসিফা মেডিকেল হল, বেল্লালের চায়ের দোকান, হেলাল উদ্দিনের মুদি দোকান, আলাল উদ্দিনের সেলুন, পরিমলের সেলুন, রুস্তুমের চায়ের দোকান, মনিরুল ইসলামের ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউন, মো. সোহাগ মৃধার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান এবং মনিরুল ইসলামের ৫টি খালি দোকনসহ মোট ১৬টি ঘর পুরে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে নূর আলমের নগদ ১লক্ষ শাহিনের ৬৫ হাজার, অসিফা মেডিকেল হলের ৫ হাজার, পরিমলের সেলুনের ২৫ হাজার টাকাসহ মোট ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, অগ্নিকান্ডে আমার ১টি ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনসহ ৫টি ঘরপুরে ছাই হওয়ায় ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে আমার আর কিছুই রইলো না।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টও মো. হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দেও সহযোগিতায় প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগ্নিকান্ডে ১৬টি ঘর পুরে ছাই হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।