সোনাতলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বগুড়ার সোনাতলায় পৌর শহরের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) সোনাতলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়। গতকাল (২১শে জানুয়ারি)।
মঙ্গলবার সকাল ১১টায় ব্যাংক শাখার গ্ৰাহকের মাঝে কম্বল গুলো বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।কম্বল বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুব রহমান,পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন (নিপু),সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের কামারপাড়া গ্ৰামের দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পৌর বিএনপির সাংগঠনিক ইন্জিনিয়ার সেলিম রেজা বাবলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা প্রমুখ।