ধামরাই ইউনিয়ন বিএনপি-যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত
ধামরাই সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসভা প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন আওয়ামীলীগের ১৭ বছরের আন্দোলনে বিএনপির অনেক নেতা কর্মী গুম, খুন জেল জুলুম ও নির্যাতন হয়েছে।
নারীদের আত্নকমসংস্থান করতে পারলে তারা স্বাবলম্বী হবে , স্বৈরাশাসক হাসিনা দলীয় নেতা কর্মীদের দেশে রেখে পালিয়ে গেছে। আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগে ন্যায়পাল গঠন করা হবে, ধামরাইয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে শরীফবাগ এলাকায় সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ধামরাই সদর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের উপলক্ষে বিশাল জনসভা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুব, ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন, পৌর বিএনপি নেতা মোঃ আনছার আলী, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনছার আলী, খন্দকার আবু তাহের মুকুট,
পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি দেওয়ান লোকমান হোসেন ,ধামরাই উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আসিফুর রহমান খাঁন মিলন,সোমভাগ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল প্রমুখ।