সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ
নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ২ শতাধিক শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কম্বল বিতরণ করা হয়।
সৌদি আরব প্রবাসী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহি উদ্দিন মহিন এর সার্বিক সহযোগিতায়,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টুর সভাপতিত্বে ও মাষ্টার নূর হোসাইন সুমন এর সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক,সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যা,উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন আলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোজাম্মেল হক। এরপর অতিথিবৃন্দ ২ শতাধিক শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করেন।