• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের বাঁশখালীর খাটখালীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১ আমতলীতে ভূমিদস্যু বাবুলের মিথ্যা মামলা ও অত্যাচারের প্রতিবাদে ভূক্তভোগিদের মানববন্ধন হালিশহর মেহের আফজল স্কুলের “বন্ধু মহল ৯০-৯১” এর পুনর্মিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র ও বিএনপির মানববন্ধন কর্মসূচী পালন আল-বাখেরার নাবিক হত্যার খুনিদের গ্রেফতারে জাহাজী শ্রমিক ফেডারেশনের আল্টিমেটাম, অন্যথায় নৌ পথে লাগাতার কর্মবিরতি  রাজশাহীতে গোদাগাড়ীতে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  ভাবিকে খুন করে তাবলিগ জামায়াতে দেবর,অতঃপর হত্যা মামলায় গ্রেপ্তার

জগন্নাথপুরের আফজল হত্যা মামলার ১৫ আসামী কারাগারে, ৩ জন পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরের আলোচিত মল্লিক আফজল হোসেন হত্যা মামলার ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৩ আসামী রয়েছেন পলাতক।

রবিবার (৩ নভেম্বর) সুনামগঞ্জ আদালতে ১৮ আসামির মধ্যে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ওয়াছিদ মিয়ার ছেলে সৈয়দ আনখাই (৫০), সৈয়দ গউছ মিয়া (৫৫), সৈয়দ লিলু মিয়া (৪৮), সৈয়দ আনখাইর ছেলে সৈয়দ হোসাইন মিয়া (৩২), সৈয়দ সোফান (২২), সৈয়দ মারহান (২৪), সৈয়দ লিলু মিয়ার ছেলে সৈয়দ শেলু মিয়া (৩৫), মৃত সৈয়দ আছানক মিয়ার ছেলে সৈয়দ শাহান মিয়া (৪২), মৃত সৈয়দ কালাই মিয়ার ছেলে সৈয়দ রামিম (৪৫), সৈয়দ সেলু মিয়ার ছেলে সৈয়দ সাইফ আহমদ (২৫), সৈয়দ মাফিজ আলীর ছেলে সৈয়দ শেলু মিয়া (৪০), সৈয়দ নুর আহমদ (৪৫), মৃত সৈয়দ হাফিজ আলীর ছেলে সৈয়দ ইনান (৪০), সৈয়দ শাহান মিয়ার ছেলে সৈয়দ নাদেল (২২), মৃত সৈয়দ খালিক এর ছেলে সৈয়দ শিপু মিয়া (২৪)সহ ১৫ জন আসামী জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পলাতক ৩ আসামী হলেন, মৃত সৈয়দ শামিম মিয়ার ছেলে সৈয়দ নাজিম (৩০), সৈয়দ শেলু মিয়া ছেলে সৈয়দ রোকসাত (২৪), সৈয়দ লিলু মিয়ার ছেলে সৈয়দ ফাহিম (২৬)।

আদালত আসামীদের জামিন নামঞ্জুর করায় মামলার বাদিনী নিহত মল্লিক আফজল হোসেন এর মাতা আজিদুল বেগম কিছুটা স্বস্তিবোধ করেন এবং কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে আসামিরা নৃশংসভাবে হত্যার পর বুক উঁচিয়ে আমার বাড়ির পাশ দিয়ে চলাফেরা করেছে। একটা মানুষকে হত্যার পর এভাবে খুনিরা প্রকাশ্যে চলাফেরা করে আমি আমার জীবনে কখনো দেখিনি।

আদালতের এই নির্দেশে কিছুটা স্বস্তিবোধ করলেও আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন সৈয়দপুর বাজার যাওয়ার পথে সৈয়দপুর পোস্ট অফিস সংলগ্ন রাস্তায় নির্মমভাবে খুন হন। এ ঘটনার ১১ দিন পর ১৬ আগস্ট মল্লিক আফজল হোসেনের মাতা আজিদুল বেগম ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৫/১১০ তারিখ ১৬/০৮/২০২৪ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ